চলন্ত ট্রেনেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাবিনা ইয়াসমিন (২৫) নামের এক নারী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) খুলনা থেকে ছেড়ে আসা সাগরদারি এক্সপ্রেস ট্রেনে পুত্র সন্তানের জন্ম দেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা সাগরদারি এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারা স্টেশন থেকে ওঠেন গর্ভবতী সাবিনা ইয়াসমিন। তিনি চিকিৎসার জন্যই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু তার প্রসব ব্যথা উঠলে ট্রেনের মধ্যেই রাজশাহীর আড়ানী এলাকায় সন্তান প্রসব করেন। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে উভয়েই সুস্থ আছেন।
এ বিষয়ে স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিম বলেন, সাগরদারি এক্সপ্রেস ট্রেনে এমন একটি ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে ওই গর্ভবতী নারী ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করেছেন। রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়। আমরা খবর পেয়ে আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখি। পরে ওই অ্যাম্বুলেন্সে করে নবজাতক ও মাকে রামেক হাসপাতালে উন্নত সেবার জন্য পাঠানো হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com