 
                                            
                                                                                            
                                        
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারচালক সেন্টু মিয়া (৩৬) আহত হয়েছেন।
রোববার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লা আদর্শ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বদরপুর (গোমতীরপাড়) রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আহত সেন্টু মিয়া বুড়িচং উপজেলার ভরাসার গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িচংয়ের ভরাসার বাজার থেকে কুমিল্লাগামী প্রাইভেটকারটির চালক রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে ৫০ ফুট দূরে একটি গর্তে গিয়ে পড়ে।
এ বিষয়ে উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।