ট্রাম্প-কিমের বৈঠক বাতিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী ১২ জুনের ঐতিহাসিক বৈঠকটি বাতিল করেছে হোয়াইট হাউজ। খবর সিএনএনের।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক বাতিলের বিষয়ে একটি চিঠি এরই মধ্যে কিম জং উনের কাছে পাঠানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আগামী মাসের বৈঠকটির জন্য আমি উন্মুখ হয়েছিলাম। কিন্তু উত্তর কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হয়েছে বৈঠকের জন্য এটি সঠিক সময় নয়।

সিঙ্গাপুরে ১২ জুন ট্রাম্প এবং কিমের এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের সঙ্গে কিমের সাক্ষাতের পর সিঙ্গাপুরের ওই বৈঠকটির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসে।