যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করে নিয়েছে। ৩২ বছর আগে ট্রাম্পকে দেওয়া এ ডিগ্রি ওই বিশ্ববিদ্যালয়টি প্রত্যাহার করে নিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের উগ্র সমর্থকেরা হামলার দুই দিন পর বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্তের কথা জানাল। কয়েক দিন পরই জো বাইডেন নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ওই দিন থেকেই শেষ হবে ট্রাম্পের যুগের। এর মধ্যে এমন একটি খবর পেলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি গত শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানায়। তবে মার্কিন গণমাধ্যম সিএনএন লিহাই বিশ্ববিদ্যালয় কাছে ডিগ্রি প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।
ডোনাল্ড ট্রাম্পকে ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়টির এক সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা ডিগ্রি দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিট্যাও এক টুইট বার্তায় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে ‘বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন। তিনি টুইটে লেখেন, ‘পাঁচ বছর ধরে আমাদের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের থেকে চাপের পর, লিহাই বোর্ড অব ট্রাস্টি অবশেষে এ সিদ্ধান্ত নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মাননা ডিগ্রি ফিরিয়ে নিয়েছে।’
গত বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের উগ্র সমর্থকেরা সহিংস হামলা চালান। এতে ৫ জনের মৃত্য হয়েছে। সহিংসতার দুই দিন পর বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্তের কথা জানায়। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট জন ডি সাইমন এই সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের গণতন্ত্রের ভিত্তির ওপর সহিংস আঘাত।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com