ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। গত বছরের জানুয়ারিতে ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যশ মিডল ইস্ট আই জানিয়েছে, ইরাকের দণ্ডবিধি ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ধারায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে।
বাগদাদের বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি জানিয়েছে, আবু মাহদি আল-মুহান্দিসের পরিবারের সদস্যদের বক্তব্য বিচারক রেকর্ড করার পর বিচারক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বিচারক বলেছেন, ‘এই অপরাধে অংশগ্রহণকারী; তারা ইরাকি হোক কিংবা বিদেশি, তাদের খুঁজে বের করতে তদন্ত প্রক্রিয়া চলছে,
গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের বাইরে হাশদ আল-শাবি গোষ্ঠীর উপপ্রধান মুহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হন। একই হামলায় নিহত হন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি।
এই অভিযানের পর ট্রাম্প বলেছিলেন, ‘এক জনের দামে দুজনের’ হিসেব শেষ করা হলো।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com