টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে নিশ্চুপ মাশরাফি!

লেখক:
প্রকাশ: ৭ years ago
মাশরাফি বিন মর্তুজা

অনেকদিন হলো টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ফলে আবারও কথা উঠেছে তার টি-২০ দলে ফেরা নিয়ে। তবে সেই মাশরাফি এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি।

টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ করয়া হলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘না এটা নিয়ে আমি কথা বলতে চাই না।’

তবে বিসিবি যে কোচ ঠিক করবে, তার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করবেন বলেই জানান ম্যাশ। ম্যাশ বলেন, ‘দেখুন আমি আগেও বলেছি আমি যতদিন খেলেছি আমি দেখিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কোচ ঠিক করা হয়েছে। বিসিবি যে কোচই আনবে আমরা তার সঙ্গে মানিয়ে খেলার চেষ্টা করব। আমাদের দিক থেকে এইটুকুই থাকা উচিত।’

দ্বিতীয় রাউন্ডে যাবার ব্যাপারেও বেশ আশাবাদী মাশরাফি। তার মতে, ‘আসলে আমারা টুর্নামেন্ট এত শুরুতে কিছু ম্যাচ হেরেছি। চাপ বেশি হয়ে গেছে। কিন্তু তারপরও আমরা কাভার করতে পেরেছি। এখন আমাদের টপ তিনটা টিমের সঙ্গে খেলা আছে। আমরা একটা জিতলে হয়তো সেমি-ফাইনাল এ যেতে পারব। তো কাজটা কঠিন। কিন্তু আমরা শেষ কিছু ম্যাচ জিতেছি। খুব কঠিনভাবে জিততে হয়েছে। তবুও আশা করি একটা ম্যাচ জিততে পারলে সেকেন্ড রাউন্ডে যেতে পারব।’

বাংলাদেশের উইকেটে রান করা কঠিন বলেই মন্তব্য করেন মাশরাফি। তিনি বলেন, ‘আসলে ক্রিকেটে তারকার বিষয়টা থাকে না। আসলে আমাদের টিমে যারা আছে তাদের রান করাটা কঠিন। বাংলাদেশি উইকেটে রান করা কঠিন ওদের জন্য। গেইল, ম্যাককুলাম হয়তো উইকেটে থাকলে রান করতে পারেন। তাদের বড় শটস খেলার দক্ষতা আছে। এই উইকেটটা অনেক কঠিন।’