দু’দিন আগে ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির যৌথ রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এর আগে, ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ডেভিড মিলারের।
মিলারের আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল আরেক প্রোটিয়া ব্যাটসম্যান রিচার্ড লেভির। লেভি সেঞ্চুরি করেছিলেন ৪৫ বলে। ফলে ধারণা করা হচ্ছিল, মিলারের দ্রুততম সেঞ্চুরির রেডর্কটি অনেকদিন অক্ষত থাকবে। কিন্তু দুই মাস আগে করা মিলারের সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন কয়েকদিন আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা।
এক নজরে পরের দ্রততম সেঞ্চুরিগুলোর মালিক কারা।
৩. দক্ষিণ আফ্রিকার ফাফ ডু’প্লেসিস ও ভারতের লোকেশ রাহুল (দু’জনেই ৪৬ বলে)।
৪. অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ এবং ক্যারিবীয় দানব ক্রিস গেইল (দু’জনেই ৪৭ বলে)।
৫. ক্যারিবীয়ান ওপেনার এভিন লুইস (৪৮ বলে)।
৬. অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৪৯ বলে)।
৭. নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম(৫০ বলে)।
৮. নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম(৫১ বলে)।
৯. আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ এবং নিউজিল্যান্ডের কলিন মুনরো দু’জনেই (৫২ বলে)।
১০. ক্যারিবীয়ান ওপেনার এভিন লুইস (৫৩)।