টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর সূচি প্রকাশ করেছে আইসিসি। আজ শুক্রবার (০৫ জানুয়ারি) প্রকাশিত সূচি অনুযায়ী ২০ দলের এই বিশ্বকাপ মাঠে গড়াবে ১ জুন। চলবে ২৯ জুন পর্যন্ত।

 

ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশেষ এই টি-টোয়েন্টি বিশ্বকাপের। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ জুন। ডালাসে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। ১৩ জুন তৃতীয় ম্যাচে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

তারিখ মুখোমুখি ভেন্যু
৭ জুন, ২০২৪ বাংলাদেশ-শ্রীলঙ্কা ডালাস
১০ জুন বাংলাদেশ-দ. আফ্রিকা নিউ ইয়র্ক
১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট
১৬ জুন বাংলাদেশ-নেপাল সেন্ট ভিনসেন্ট

১৭ জুনের মধ্যে শেষ হবে গ্রুপপর্বের খেলা। এরপর ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার এইটের ম্যাচগুলো। দুটি সেমিফাইনাল হবে ২৬ জুন গায়ানায় এবং ২৭ জুন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে।

 

আর ২৯ ডিসেম্বর বার্বাডোজে হবে ফাইনাল।