আজ বুধবার আইসিস সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশ করেছে। সেখানে বড় লাফ দিয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষের সিরিজে ভালো বোলিং করা শরিফুল ইসলাম। তবে অবনমন হয়েছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৬ উইকেট নেন শরিফুল। প্রথমবার হন সিরিজ সেরা। সেটার প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। ৩২ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৬তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৪৬২।
শরিফুলের পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ২ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমানেরও। তিনি পাঁচ ধাপ উন্নতি করে ২২তম স্থানে উঠে এসেছেন। তার রেটিং ৬০৫।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ছয়ধাপ অবনমন হয়েছে। তিনি অবস্থান করছেন ২৮তম স্থানে। অবশ্য বিশ্বকাপে ইনজুরিতে পরার পর আর খেলেননি সাকিব। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অধিনায়ক।
এছাড়া তাসকিন আহমেদ ৩৩, হাসান মাহমুদ ৪৩ ও নাসুম আহমেদ আছেন ৩৫তম স্থানে।