প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ১২:২৭ পূর্বাহ্ণ
টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন সাকিব
আঙুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাকিব আল হাসান। সেই প্রভাব পড়েছে তার ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও। সাকিবকে হটিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান দখল করে নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তবে টেস্ট ও ওয়ানডেতে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন বাঁহাতি ওই ওপেনার। ৩৯০ রেটিং নিয়ে অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে শীর্ষে ওঠেছেন ম্যাক্সওয়েল। ৩২৬ রেটিং নিয়ে এরপরই অবস্থান সাকিবের।
ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিাতে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। পেসার মোস্তাফিজুর রহমান একই ফরম্যাটে বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ওঠেছেন সপ্তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে সাকিব রয়েছেন দশম স্থানে।
এদিকে রশিদ খান টি-টোয়েন্টিতে একধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে রয়েছেন সবার উপরে। একই ফরম্যাটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com