টিফিনের টাকা বাঁচিয়ে বরিশালে দুস্থদের সাথে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

শামীম আহমেদ॥ টিফিনের টাকা বাঁচিয়ে বরিশালে দুস্থদের সাথে ইফতার করেছে
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর এ.কে ইনস্টিটিউট হল
রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দি অডেশাস্ একটি সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠনের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি
সাইদুর রহমান পান্থ। অনুষ্ঠানে দি অডেশাস্ এর ৩৫ জন সদস্য ৩৫ দুস্থ ও গরিব
মানুষের জন্য এই ইফতারের আয়োজন করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো
উপস্থিত ছিলেন বরিশালের ২৭ টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ
সভাপতি নাট্যজন কাজল ঘোষ, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক
এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু, বরিশাল বিভাগীয় জাদুঘরের ইনচার্জ মো:
শাহিন আলম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহজাহান হাওলাদার, সমন্বয়
পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, জাদুশিল্পী সুব্রত বিশ্বাস, অধীর
খাসকেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ খাসকেল
হিমাদ্রী।

প্রসঙ্গত, একটি পূর্ণাঙ্গ আধুনিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা ও
পরিচালনা করা, সামাজিক ও সাংস্কৃতিক কাজের মাধ্যমে বরিশালকে প্রতিষ্ঠা করা,
সমাজসেবা ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক মঞ্চ তৈরী ও পরিচালনা করা,
দেশের যেকোনো সংকট নিরসনে ও মানব কল্যাণসহ সেবামুলক কাজে অংশগ্রহণ করা,
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য ও উদেশ্যে দি
অডেশাস্ এর সৃষ্টি। লক্ষনীয় যে, বর্তমান সমাজ ব্যবস্থায় তরুণ প্রজন্ম মোবাইল ও
ইন্টারনেট ভিত্তিক হয়ে যাচ্ছে। তাদের পদচারণায় এখন আর মুখর হচ্ছে না সামাজিক
ও সাংষ্কৃতিক অঙ্গন। ফলে ঘটছে নানা ধরণের অবক্ষয়। তাই এই তরুন প্রজন্মকে উদ্বুদ্ধ
করে সামাজিক ও সাংষ্কৃতিক অঙ্গনকে কাঠামো ও অবকাঠামোগত ভাবে উন্নত করাই দি
অডেশাস্ এর উদ্দেশ্য। দি অডেশাস্ হবে তরুন প্রজন্মের একটি সুস্থ, সামাজিক,
সাংষ্কৃতিক মঞ্চ।