টানা ‘৫’ ম্যাচ-সেরার খেতাবে সাকিবের বিশ্বরেকর্ড

লেখক:
প্রকাশ: ২ years ago

ব্যাটে-বলে পারফর্ম করে দলকে জেতানো মুখের কথা নয়। যত বড় ক্রিকেটারই হন না কেন, নিয়ম করে তো আর এমন পারফর্ম করা যায় না। পারফরম্যান্সে বাকি ২১ জনের চেয়ে এগিয়ে থাকলে মেলে ম্যান অব দ্যা ম্যাচ খেতাবটা। টানা সেই খেতাব জেতার দিক থেকে সাকিব আল হাসান কিনা গড়ে ফেললেন রেকর্ড!

ইতিহাসের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব। পাঁচটি ম্যাচে প্রতিপক্ষ ছিল ভিন্ন পাঁচটি দল- খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সানরাইজার্স ও মিনিস্টার ঢাকা।

টি-টোয়েন্টিতে টানা ৪ বার করে ম্যাচসেরার পুরস্কার জেতার কীর্তি আছে ৫ ক্রিকেটারের। তারা হলেন- মার্কাস ট্রেসকোথিক, চার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও দীনেশ নকরানি। তবে সাকিব ছাড়া ইতিহাসে কোনো ক্রিকেটারই টানা ৫ বার ম্যাচসেরার খেতাব জিততে পারেননি।

একনজরে টি-টোয়েন্টিতে টানা ম্যান অব দ্যা ম্যাচ খেতাব জয়ের রেকর্ড
৫ বার – সাকিব আল হাসান
৪ বার – মার্কাস ট্রেসকোথিক
৪ বার – চার্ল ল্যাঙ্গাভেল্ট
৪ বার – শেন ওয়াটসন
৪ বার – ডেভিড ওয়ার্নার
৪ বার – দীনেশ নকরানি

একনজরে সর্বশেষ ৫ ম্যাচে সাকিবের পারফরম্যান্স
৫১* রান; ৪-০-২১-১ প্রতিপক্ষ মিনিস্টার ঢাকা
৩৮ রান; ৪-০-২৩-২ প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স
৫০ রান; ৪-০-২০-২ প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৫০ রান; ৪-০-২৩-৩ প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৪১ রান; ৪-০-১০-২ প্রতিপক্ষ খুলনা টাইগার্স