টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করায় ১০০ কিশোরকে বাইসাইকেল উপহার দিয়েছে সামাজিক সংগঠন চিলড্রেন ফর বেটার ফিউচার (সিবিএফ)। শনিবার (১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়াড়িয়া খেলার মাঠে এ উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১০০ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী। উক্ত অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সাউথ এশিয়া ইউথ অ্যাসোসিয়েশনের (সায়া) সাবেক সভাপতি এডভোকেট আল মামুন রাসেল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com