টানা ৩ বারের কাউন্সিলর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৩নং সংরক্ষিত আসনে (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) নারী কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়নব বিবি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন বয়সে তরুণ এ জনপ্রতিনিধি।

১৪ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন জয়নব বিবি। ১৯ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রাজু আহম্মেদ। ২৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জয়নব বিবিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. রাজু আহম্মেদ।

২০০২ সালের মাটিরাঙ্গা পৌরসভা গঠনের পর ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ৩নং সংরক্ষিত ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন জয়নব বিবি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৯ ও ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে ৩নং সংরক্ষিত ওয়ার্ডে (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাট্রিক জয় পান তিনি।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টানা চারবারের মতো জয় পাওয়া কাউন্সিলর জয়নব বিবি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের পাশে ছিলাম। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের জনগণ আমার কাজের স্বীকৃতি দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দায়িত্ব আরও বেড়ে গেল।