সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে আদালতে পাঠানো হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইখতিয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আফিফ আনোয়ার (২৪), বখতিয়ার নাফিস (২৪), মো. সাইখ সাদিক (২১), ইসমাইল ইবনে আজাদ (২১), সাব্বির আহম্মেদ (২১), তাজিমুর রাফি(২০), মো. সাদ আদনান অপি (২২), মো. শামীম আল রাজি (২০), মো. আব্দুলাহ আল মুকিত (২৩), মো. জায়িম সরকার (২১), হাইছাম বিন মাহবুব (২৫), মাহমুদুর হাসান (২২), খালিদ আম্মার (২১), মো. ফাহাদুল ইসলাম (২৩), তানভির আরাফাত ফাহিম (২১), এ টি এম আবরার মুহতাদী (২১), মো. ফয়সাল হাবিব (২০), আব্দুল বারি (২৪), আনোয়ারুল্লাহ সিদ্দিকী (২৮), মো. বাকি বিল্লাহ (২৮), মাহাদি হাসান (২৩), আলী আম্মার মৌয়াজ (২৫), টি এম তানভির হোসেন (২৬), মো. রাশেদ রায়হান (২৪), সাকিব শাহরিয়ার (২৩), ফায়েজ উস সোয়াইব (২৪), আব্দুর রাফি (২৫), আশ্রাফ আলী (২৫), মো. মাহমুদ হাসান (২৫), মো. এহসানুল হক (২৪), মাঈন উদ্দিন (২৪), রাইয়ান আহম্মেদ সাজিদ (১৭), তানিমুল ইসলাম (১৫) ও মো. আব্দুল্লাহ মিয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে গতকাল রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ৩১ জনসহ মোট ৩৪ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওরে। বেড়ানোর এক পর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটিকে আটক করে পুলিশের দুটি স্পিডবোট। এসময় নৌকাটির চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়া এবং ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, তাহিরপুর থানা উত্তর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাটলাই নদীর পাড়ে জৈনক শহিদুলের নৌকা থেকে বুয়েটের ৩১ জনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা করেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে। নৌকার মাঝিকে সাক্ষী রাখা হয়েছে।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইখতিয়ার হোসেন জানান, মামলা দায়েরের পর আজ বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দেশ বিরোধী ষড়যন্ত্র করতে টাঙ্গুয়ার হাওরে আসেন। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com