সীমান্ত-বারিশা দম্পতি মিডিয়ায় কাজের পাশাপাশি এবার রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হলেন।
২ আগস্ট রাজধানীর হাজী ক্যাম্প এলাকায় তাদের রেস্তোরাঁ উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কোরিওগ্রাফার গৌতম সাহা।
‘মুসাফির’ নামে এই রেস্তোরাঁয় টাকা না থাকলেও ফ্রি খাওয়া যাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘মুসাফির’ রেস্তোরাঁর দুটো বিষয় আমার ভালো লেগেছে। কারো কাছে টাকা না থাকলে এখানে আসলে ফ্রি খেতে পারবেন। এটা খুব একটি মানবিক কাজ। তাছাড়া হজক্যাস্প ও এয়ারপোর্ট এড়িয়ায় সারারাত মানুষ থাকেন। বিদেশগামী মানুষদের জন্য এই রেস্তোরাঁ সারারাত খোলা থাকবে। ’
সীমান্ত বলেন, রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি আমরা মানবিক বিষয়টিও মাথায় রেখেছি। খাবারের মানের দিকেও আমার নজর দিচ্ছি। আমাদের কিচেন বন্ধ হবে না। এখানে সবসময় খাবার পাওয়া যাবে।
সীমান্ত নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেন। অন্যদিকে বারিশা একাধারে মডেল, উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com