 
     বাংলাদেশে সদ্য সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহ বলেছেন, বাংলাদেশ এখন আরও একজন কিংবা দু'জনের ওপর নির্ভরশীল নয়। বড় বড় নামগুলো ভালো না করলেও তারা ম্যাচ জেতার ক্ষমতা রাখে। তিনি আরও বলেন, বড় নামগুলো অবশ্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এই নয় যে, বাংলাদেশ একজন কিংবা দু'জনের দল।
বাংলাদেশে সদ্য সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহ বলেছেন, বাংলাদেশ এখন আরও একজন কিংবা দু'জনের ওপর নির্ভরশীল নয়। বড় বড় নামগুলো ভালো না করলেও তারা ম্যাচ জেতার ক্ষমতা রাখে। তিনি আরও বলেন, বড় নামগুলো অবশ্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এই নয় যে, বাংলাদেশ একজন কিংবা দু'জনের দল।
আগামীকাল মিরপুরে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে রবিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।
শ্রীলঙ্কার বর্তমান কোচ হাথুরুসিংহ বলেন, তারা (টাইগাররা) ঘরে মাঠে খুব শক্তিশালী। তারা তাদের ভূমিকা এবং গেইমপ্লান খুব ভালো করেই জানে। যেকোনো টিমের জন্য এখানে খেলতে আসা চ্যালেঞ্জের।
সূত্র: ক্রিকবাজ
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com