টাইগারদের প্রধান কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। শনিবার বিসিবির এক বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।
এর আগে চলতি মাসে রাসেল ডমিঙ্গো সাক্ষাতকার দিতে বাংলাদেশে আসেন। সে সময় তার ব্যাপারে ইতিবাচক মন্তব্য এসেছিল বিসিবির তরফ থেকে। শেষ পর্যন্ত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগেই নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন রাসেল ডমিঙ্গো।
এবারের বিশ্বকাপে প্রত্যাশা পূরণ না হওয়ায় স্টিভ রোডসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সম্পর্কে ইতি টানে বিসিবি। বিশ্বকাপের পর পর শ্রীলঙ্কা সফরে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বোর্ডের একাধিক পদে থাকা খালেদ মাহমুদ সুজন।
রাসেল ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন।