বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন ছিলো বাংলাদেশের। কিন্তু সেই স্বপ্ন আর ছুঁয়ে দেখা হলো না। ভারতের কাছে হারে এবারের বিশ্বকাপ শেষ করতে হচ্ছে বাংলাদেশকে। তারপরও এখন পর্যন্ত টাইগারদের পারফরমেন্স মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে।
আর সেই প্রশংসা বয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছেন ক্রিকেট বিশ্বের নামীদামী খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমীরা।
বার্মিংহামের ম্যাচ শেষে আইসিসি টুইট করে বলে, ‘ভারত সেমিফাইনালে। তবে সাইফউদ্দিন বাংলাদেশের হয়ে শেষপর্যন্ত লড়াই করেছেন।’
ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা টুইট করেছেন, ‘পাকিস্তানের চাইতে ভালো লড়াই করেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত।’
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার লিখেন, ‘ভারত তাদের সেরা খেলায় ফিরেছে। পুরো আসরেই হৃদয় ও প্রচেষ্টা দিয়ে ক্রিকেট খেলেছে বাংলাদেশ।’
ভারতের একসময়কার বাঁ-হাতি পেসার ইরফান পাঠান বলেন, ‘দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তাদের জন্য শুভ কামনা।’
ভারতের ধারাভাষ্যকার হার্সা ভোগলে টুইট করেন, ‘বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের স্প্রিট ধরে রেখেছিলো। শেষ উইকেট পর্যন্ত লড়াই করেছে।’
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা যেন আরো একটু বেশি। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এই টুর্নামেন্টে দারুণ খেলেছে। ম্যাচের শেষ বল পর্যন্ত তারা লড়াই করে গেছে। সত্যিই তারা প্রশংসার যোগ্য।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com