টাইগারদের জয়ে যা বললেন আসিফ আকবর

লেখক:
প্রকাশ: ৭ years ago

মাহমুদুল্লাহ’র ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে নিদাহাস ট্রফির ফাইনালে জায়গা হয়েছে টাইগারদের। আর এই জয়ে আনন্দে ভাসছে গোটা বাংলাদেশ। তরুণ-তরুণী, ছেলে-বুড়ো, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই উৎসবে শামিল হয়েছে।

এই জয় উদযাপনে পিছিয়ে নেই ঢালিউড তারকা থেকে সঙ্গীতশিল্পীরাও। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জোয়ারে ভাসিয়ে যাচ্ছেন। শুক্রবার খেলা শেষে রাত ১১টা ১১ মিনিটে সঙ্গীতশিল্পী আসিফ আকবর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে ক্রিকেট টিমকে নিয়ে গাওয়া তার জনপ্রিয় গানের কয়েকটি লাইন শেয়ার করেছেন। তিনি লিখেছেন-
‘অভিনন্দন টাইগার্স
বেশ বেশ শাবাশ বাংলাদেশ
যাও এগিয়ে
আমাদের বাংলাদেশ’

এরপর তিনি ইউটিউব থেকে সাবাস বাংলাদেশ নামে তার জনপ্রিয় গানটির লিংক শেয়ার করেন।