টাংগাইলের নাগরপুর কোকাদাইর গ্রামের রাস্তার বেহাল অবস্থা ; গ্রামবাসি চরম দুর্ভোগে

লেখক:
প্রকাশ: ৪ years ago

সারোয়ার হোসেন নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুর কোকাদাইর গ্রামের রাস্তার বেহাল অবস্থা, গ্রামবাসি চরম দুর্ভোগে।
নাগরপুর থানার আওতাধিন সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের চলাচলের প্রধান সরক বেহাল অবস্থা। এই রাস্তাদিয়ে প্রায় ১০ টি, সিংজুরা, তেহালিয়া, গোপীনাথপুর, সলপাকুটিয়া, চৌবাড়িয়া, পচা সারুটিয়া, দেওজান সলিল, রংছিয়া, শাখাইল, মিরকুটিয়া  গ্রামের মানুষ চলাচল করে তাদের গন্তব্য স্থানে পৌছে যায়  । রাস্তাটি অনেক নিচু হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই পানি জমে কাদা হয় মানুষের হাটু পরর্যন্ত। পায়ে হেটে কিংবা গাড়ি দিয়ে, কোন ভাবেই  রাস্তায় চলাচল করতে পারে না ১০ টি গ্রামের জনসাধারণ।
 রাস্তাটি প্রায় ১০ কিলোমিটার পরর্যন্ত কাদা জমে থাকে। এই কোকাদাইর গ্রামে ৩ টি মসজিদ ও ৩ টি স্কুল রয়েছে। স্কুল খোলা অবস্থা ছাএ-ছাএীদের স্কুরে যেতে খুবই কষ্টের কারণ হয় এই রাস্তাটি।
ঐ গ্রামের আতিকুর রহমান, (সাধারণ সম্পাদক সহবতপুর ইউনিয়ন ছাএলীগ) তিনি জানান, সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব তোফায়েল মোল্লাকে বিষয়টি জানানো হলে তিনি কিছু কাজ করে দেন ।কিন্তু তাতেও শেষ হয়নাই তাদের দুর্দশা। এর পরে আর কোন কাজ হয় নাই  বলে তিনি জনান।গ্রামের মানুষ অনেক কষ্টে   বাটরা বাজারে যায়।ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে-কলেজে  একই কষ্টে পরতে হয়।  এ বিষয়ে নাগরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিরা বেগম শিপ্রা সাথে কথা হলে, তিনি বলে  আমি এই কোকাদাইর গ্রামের  রাস্তার কাজ করব ইনশাআল্লাহ। তবে এ পরর্যন্ত কোন কাজের আশা মিলেনি গ্রামবাসির। তাদের দাবি অতিসত্বর যেন প্রশাসন গ্রামের সাধারণ মানুষের প্রাণের দাবি  এই রাস্তাটি  মেরামত করে দেন।