টরন্টো চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’, যা বললেন অভিনেত্রী

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রগ্রামে নির্বাচিত হয়েছে চলচ্চিত্র ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসছে ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি ছবি ‘সাবা’। এ নিয়ে পরিচালক মাকসুদ হোসাইন ও ‘সাবা’র পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন মেহজাবীন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার প্রথম সিনেমায় আমি চেয়েছিলাম এমন একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যা অডিয়েন্স কে অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও ভাবায় এবং অবশ্যই যেই চরিত্র দেশীয় ও আন্তর্জাতিক দুই পরিসরের দর্শকের সাথেই মেলবন্ধন তৈরি করে। আমি সৌভাগ্যবান, যে আমার সেই চেষ্টা, সেই ইচ্ছা বাস্তবে রূপ পেয়েছে।’

কানাডায় অবস্থানরত সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে মেহজাবীন লেখেন, ‘আমার টিমের সাথে ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখার সুযোগ আপনারাই সর্বপ্রথম পেতে যাচ্ছেন। আশা করছি নিজের দেশের সিনেমা আন্তর্জাতিক ফেস্টিভালে দেখার অনুভূতি আপনাদের উপস্থিতির কারণে দ্বিগুণ হয়ে যাবে।’

 

‘সাবা’র মাধ্যমে ১৪ বছরের টিভি অভিনয়জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। শোনা যাচ্ছে, এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সাবা’।