সিনেমা জগতে কাস্টিং কাউচের অভিযোগ নতুন নয়। ২০১৭ সালের মাঝামাঝি হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে সোশ্যাল সাইটগুলোতে শুরু হয়েছিল 'মি টু' ক্যাম্পেইন'। ২০১৮ সালের গোড়ার দিকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেও এই ক্যাম্পেইনকে সমর্থন করে কালো পোশাকে হেঁটেছিলেন হলিউডের নায়িকারা।
তবে এই ক্যাম্পেইন শুধু হলিউডেই থেমে থাকেনি। পৌঁছে গিয়েছিল বলিউডের দরজাতেও। বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রাধিকা আপ্তে, বিদ্যা বালানের মতো অভিনেত্রীরা।
তবে এবার কাস্টিং কাউচের প্রতিবাদে রাস্তায় টপলেস হয়ে প্রতিবাদ জানালেন তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি। শনিবার হায়দরাবাদের জুবিলি হিলসে তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্সের বাইরে এই প্রতিবাদ জানান এই অভিনেত্রী। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাকে সরিয়ে নিয়ে যায়।
শ্রী রেড্ডির অভিযোগ, তিনি কাজ চাইতে গেলে তাকে বহুবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এক্ষেত্রে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতার নামে অভিযোগ এনেছেন তিনি।
এর আগে এই একই বিষয়ে স্থানীয় টিভি চ্যানেলের সামনেও সরব হয়েছিলেন শ্রী রেড্ডি। তার অভিযোগ, তাকে নাকি অনেকেই আপত্তিকর ছবি ও ভিডিও তুলে পাঠাতে বলেছেন। তিনি যাতে ওইসব পরিচালক, প্রযোজকের নাম প্রকাশ না করেন সেজন্য তাকে হুমকিও দেওয়া হয়েছে।
শ্রী রেড্ডি বলেন, আমার মতো তেলুগু অভিনেতারা কেন সুযোগ পাবেন না? দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তেলুগু অভিনেতাদের ৭৫ শতাংশ সুযোগ পাওয়া উচিত। আমাকে আপত্তিকর ছবি পাঠাতে বলা হয়েছিল। মেয়েরা কি খেলার পুতুল? সূত্র: জিনিউজ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com