ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে রক্ষা পেতে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরাতে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় এই অভিযান শুরু করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তিনি সমুদ্র উপকূলবর্তী পতেঙ্গা, হালিশহর,কাট্টলী এলাকা পরিদর্শন করেন।
অভিযানে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রামে ১০৩০টি আশ্রয়কেন্দ্র, ২১০০ প্রাথমিক বিদ্যালয় এবং প্রয়োজন অনুসারে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সাইক্লোন শেল্টার সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। জেলায় পর্যাপ্ত শুকনা খাদ্য, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও স্যালাইন মজুদ রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com