ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমু নির্বাচিত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু নির্বাচিত হন।

নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু পেয়েছেন এক লাখ ৩৭ হাজার এক ভোট ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন এমরান পেয়েছেন চার হাজার ৩১৪ ভোট।

ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম রবিবার রাতে কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষণা করেন।