ঝালকাঠি জেলা পুলিশের ইফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুন) সন্ধ্যায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক, জেলা প্রশাসক মো. হামিদুল হক, বরিশাল ডিজিএফআইর পরিচালক কর্নেল জিএম শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, জেলার তারিকুল ইসলাম।

এছাড়া ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।