ঝালকাঠিতে ঐতিহ্যবাহী পেয়ারার বৃহত্তর ভাসমানহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টায় তিনি স্থানীয় প্রশাসনের লোকজনের সঙ্গে সদর উপজেলার ভিমরুলি খালের ভাসমান পেয়ারা হাট ভ্রমণে আসেন আর্ল রবার্ট মিলার। এসময় রাষ্ট্রদূত স্থানীয় পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে কথা বলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাসমান হাটের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এখানকার মানুষ খুব সুন্দর, প্রকৃতিও খুব সুন্দর।
এর আগে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। ভাসমান হাট এলাকায় প্রায় দেড়ঘণ্টা অবস্থান শেষে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন।
মঙ্গলবার (০৯ জুলাই) দুপুর দেড়টায় গ্রিনলাইনের একটি ওয়াটারবাসে নৌপথে বরিশাল আসেন আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার (১১ জুলাই) বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com