ঝালকাঠি জেলার নলছিটি থানায় মোহাম্মদ আক্কাস রাঢ়ি ও তার স্ত্রী আকলিমা বেগম কে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে । গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নিজ বাড়ির ভিতরে বসে এই হামলা চালানো হয়।
আহত আক্কাস ওই থানার পশ্চিম গোপালপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে আহতরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজনরা জানান, ঘটনার দিন নিজের উঠোনে বসে মাড়াই মেশিন দিয়ে ধান ভাংছিল আক্কাস সেই ধানের কুডা বাবুল রাঢ়ির উঠানে গিয়ে কিছু পরে ।তাতে ক্ষিপ্ত হয়ে বাবুল রাঢ়ি আক্কাসকে গালিগালাজ করতে থাকে।
পরে আক্কাস তাকে নিষেধ করলে বাবুল রাঢ়ি তার ছেলে ইয়াসিন রাঢ়ি, শাহ আলমসহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
পরে আক্কাসকে বাঁচাতে তার স্ত্রী আকলিমা ছুটে আসলে তাকেও সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্মরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে তারা এই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এনিয়ে নলছিটি থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা সাংবাদিকদের আরও জানান।