ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের ব্র্যাক এলাকা থেকে হোসনেয়ারা বেগম (৩২) নামের এক নারী ও তার দুই সন্তান গত ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হোসনেয়ারার স্বামী মোস্তফা হাওলাদার ওরফে ইকবাল থানায় অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) মোস্তফা হাওলাদার জানান, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে বাসায় রাখা ১ লাখ ৮৫ হাজার টাকা ও দুই ভরি সোনার গহনা নিয়ে চলে যান হোসনেয়ারা বেগম। কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী হোসনেয়ারা, ছেলে রবিউল হাওলাদার (৮) ও মেয়ে ইভাকে (১৬) ঘরে আর পায়নি। এমনকি ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় থানায় ও ঝালকাঠির সহকারী সিনিয়র পুলিশ সুপারের (রাজাপুর সার্কেল) কাছে অভিযোগ দিয়েছি বলেও জানান তিনি।
রাজাপুর থানার এএসআই রুস্তুম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com