নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ ধরার সময় দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, বুধবার সকালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ ধরছিল অসাধু জেলেরা।
মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে। এ সময় বিষখালী নদীর কাঁঠালিয়া উপজেলা থেকে দুই জেলেকে আটক করা হয়।
এদিকে অভিযানের সময় সুগন্ধা নদীতে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় ২৩ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করে।
জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com