ঝালকাঠি শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ১০ বস্তা পলিথিন উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন মজুদ রাখার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাজ্জাক মিয়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুরে পৌর শহরের কামারপট্টি এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে পলিথিনগুলো উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, পৌর শহরের কামারপট্টি এলাকায় ব্যবসায়ী রাজ্জাক মিয়ার গোডাউনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ১০ বস্তা পলিথিন উদ্ধার করা হয়। ধারণা করা হয়েছে, বস্তাগুলোতে মোট আড়াইশ কেজি পলিথিন রয়েছে। পরে পলিথিন মজুদ রাখার অপরাধে রাজ্জাক মিয়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com