ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে এসে স্টোক করে লিপি শীল (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫টার সময় শহরের লোকনাথ মন্দিরের সামনে রথযাত্রা অনুষ্ঠানে স্ট্রোক করে মারা যান। বিষয়টি ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। নিহত লিপি শীল শহরের কালিবাড়ী রোড এলাকার মৃত ভূবন চন্দ্র শীলের মেয়ে।
ডাঃ হাবিবুর রহমান জানান, ‘রথযাত্রা অনুষ্ঠানে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক মারা গেছেন।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাসির উদ্দিন সরকার বলেন, ওই নারী আগে থেকেই অসুস্থ ছিল। রথযাত্রায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com