ঝালকাঠিতে মা ইলিশ ধরা বন্ধের জন্য পথসভা করে ইউপি চেয়ারম্যান

লেখক:
প্রকাশ: ৫ years ago

খলিফা মাইনুল :ঝালকাঠি জেলার নলছিটি থানার অন্তর্গত নাচন মহল ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম ও রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান সালাম একই সাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে নিজ নিজ ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে ।

গতকাল মঙ্গলবার (৮অক্টোবর) এই পথসভা আয়োজন করে উভয় ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান।

উল্লেখ্য ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার (৯অক্টোবর) রাত ১২টা ১ মিনিট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা জারী করেছে সরকার। এ সময় নদীতে ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষন এবং ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয়। এ অবস্থায় বিষয়টি জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অবহিত করার জন্যই এই প্রচারনা চালানো হয়।

ইলিশের প্রজনন নির্বিঘ্নে করতে জনগনকে সচেতন করার ক্ষেত্রেই এই পথসভা করে বলে স্থানীয়রা জানান ।

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ২২ দিনের জন্য নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। জেলেরা যাতে এই নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করে এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তারা জানান ।