ঝালকাঠির রাজাপুরের আদর্শপাড়া (হাইজ্যাক মোড়) এলাকায় আটারিক্সা চাপায় রনি মন্সি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রোবাবার সকালে রনির মা জাহানুর বেগমের চোখের সামনেই এ মৃত্যুর ঘটনা ঘটে। রনি উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের হারুন মুন্সির ছেলে।
হারুন মুন্সি ঢাকায় রং মিস্ত্রীর কাজ করেন। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, আদর্শপাড়া (হাইজ্যাক মোড়) এলাকার সোহাগ ক্লিনিক থেকে সামনের দোকানে যাওয়ার জন্য ওই শিশুসহ তার মা বের হন। এসময় ক্লিনিকের সামনের ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় একটি বেপরোয়া অটোরিক্সা শিশুটিকে চাপা দিলে শিশুরটির মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে থেতলে যায়।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ এ ঘটনায় অটোরিক্সাটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান ওসি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com