বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, হাডুডু খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষ। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শিশুপার্ক মুক্তমঞ্চে।
মুক্তমঞ্চে জেলা প্রশাসক আশরাফুর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নুসহ প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে সকাল ৮টায় জেলা প্রশাসকের বাসভবনে পান্তা উৎসবের আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক আশরাফুর রহমান স্থানীয় বিশিষ্টজনদের নিয়ে উৎসবে অংশ নেন।
দিনব্যাপী চলা এই উৎসবে হাডুডু খেলা, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলায় নানা পণ্যের পসরা ছিল চোখে পড়ার মতো।
জেলার অন্যান্য উপজেলাতেও পয়লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন।