#

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পিস্তল, বোমা ও মাদকসহ আব্দুল মালেক হাওলাদার (৪৭) নামে এক ‘ শীর্ষ সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে র‍্যাব-৮ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আব্দুল মালেক উপজেলার মহিষকান্দি এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায় , গোপন সংবাদের ভিত্তিতে মহিষকান্দিতে মালেকের বাড়িতে অভিযান চালিয়ে মালেককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি চাপাতি, ৯ রাউন্ড এ্যামোনিশন, ৫টি পেট্রোল বোমা ও একশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে কাঁঠালিয়া থানায় অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।

আব্দুল মালেকের বিরুদ্ধে বরগুনা, কাঁঠালিয়াসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও নাশকতার ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন