ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নদী থেকে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, রাজাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, এনডিসি আহমেদ হাছান ও নলছিটি সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, অভিযানের মধ্যেও সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিলেন জেলেরা। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে রাজাপুর থেকে চার এবং নলছিটি থেকে এক জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৫০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো ডিসি পার্কে নদী তীরে পুড়িয়ে ফেলা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com