ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় জেল জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় চার জেলেকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে অভিযান চালিয়ে ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধারসহ ৭১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।

জেলা মৎস্য বিভাগ রাইজিংবিডিকে জানান, সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। এসময় ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধারসহ সুগন্ধা নদী থেকে ৫১ হাজার মিটার ও কাঁঠালিয়ার হলতা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়াও নদী থেকে জব্দ করা হয় ১৫টি মাছ ধরার নৌকা।

আটক করা হয় চার জেলেকে। এদের তিনজনকে তিন দিনের কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।