ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের ৪ ঘণ্টা পর নিজ বাড়ির পুকুর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা গাজী আবদুর রউফের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গাজী বাড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়। গাজী আবদুর রউফ (৮৫) উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের বাসিন্দা ও ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি বানাই রাবেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বীরমুক্তিযোদ্ধা ছিলেন।
তার স্ত্রী সাবেক ইউপি মেম্বার হোসনেয়ারা গাজী জানান দুপুর ২টার দিকে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় তার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুর রউফ। দীর্ঘ সময় ঘরে ফিরে না আসায় পুকুর পাড়ে খুঁজতে যান। পুকুর পাড়ে জুতা এবং লুঙ্গি গামছা পড়ে থাকতে দেখেন তিনি।
অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ সময় পুকুরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে কাঁঠালিয়া থানার এসআই মাহামুদ হোসেন বলেন, বয়োজ্যেষ্ঠ এ মুক্তিযোদ্ধা দুই বার স্ট্রোক করেছেন। হয়তো শ্যাওলা পড়া ঘাটে পা পিছলে এ দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com