উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা চালিয়েছে নৌকা প্রতীকের কর্মীরা। সোমবার (১০ মার্চ) সকালে নবগ্রামের কল্যানকাঠিতে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের চাচাত ভাইসহ চারজনকে হামলা চালিয়ে আহত করা হয়।
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বলেন, নৌকা প্রতীকের স্থানীয় কর্মী পলাশের নেতৃত্বে হামলা চালিয়ে আমার ভাইসহ তিনকে আহত করা হয়েছে।
তিনি আরো বলেন, যতই হামলা চালানো হোক আমি মাঠে থাকবো। অন্যদিকে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ রাজ্জাক সেলিমের বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুফুন্নেছা খানম। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে নৌকার মিছিল থেকে আনারস প্রতীকের প্রার্থী সৈয়দ রাজ্জাক সেলিমের টিএন্ডটি সড়কের বাস ভবন, তার নির্বাচনী প্রধান কার্যালয় ও তার মালিকানাধিন ফাতেমা কনভেনশন সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
ফাতেমা কনভেনশন সেন্টারের ম্যানেজার রফিকুল আলম খান জানান, সৈয়দ রাজ্জাকের নির্বাচনী প্রতিপক্ষ নৌকার মিছিল নিয়ে যাবার সময় এ তান্ডব চালিয়েছে। এ সময় তার ৩ জন কর্মী ইদ্রিস মল্লিক (৪৮), মো. শাহিন (৫৫) ও মো. রেজাউল (৩৮) আহত হয়।
এ বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী সৈয়দ রাজ্জাক সেলিম বলেন, ঝালকাঠি পৌরসভার দুজন কাউন্সিলর ও যুবলীগ নেতার নেতৃত্বে নৌকা প্রতীকের প্রার্থীর নিদের্শে আমার বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর করা হয়। আমি ও আমার স্ত্রী এবং ভাইসহ কর্মী সমর্থকরা এ সময় টাইগার স্কুল এলাকায় নির্বাচনী কাজে বাহিরে ছিলাম। নৌকা প্রতীকের প্রার্থী বিণাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে এসব করাচ্ছে।
এদিকে এই ঘটনার পরে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেছে নৌকা প্রতীক প্রার্থী খান আরিফুর রহমানকে।
এ বিষয়ে ঝালকাঠি থানার ওসি শোনীত কুমার গায়েন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট নৌকা প্রতীকের প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com