ঝালকাঠিতে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এ জরিমানা করেন।
জানা যায়, শহরের রোনালসে সড়ক ও কালিবাড়ি সড়কের দুটি ইলেকট্রনিকসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মোড়কে এমআরপি না লেখা ও নকল এলইডি লাইট বিক্রির অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে একটি রেস্তোরায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার দায়ে ৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। এছাড়াও বাজারে সয়াবিন তেল ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কিনা, তা তদারকি করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com