ঝালকাঠিতে চিকিৎসক করোনা আক্রান্ত, ১০ চিকিৎসকসহ ২৫ জন কোয়ারেন্টাইনে

লেখক:
প্রকাশ: ৪ years ago

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে আসা রির্পোটে তার করোনা পজেটিভ আসে। কোন রোগীর সংস্পর্শে তার শরীরে করোনা ভাইরাস সংক্রমন হয়েছে বলে জানিয়েছেন

 

সিভিল সার্জন জানান, সোমবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফল আসার পর তার করোনা আক্রান্তের বিষয়টি জানা যায়। কোনো রোগীর শরীর থেকে তার শরীরে করোনা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মুনীবুর রহমান জুয়েল জানান, করোনা শনাক্ত হওয়া ওই চিকিৎসক হাসপাতালের বহির্বিভাগ, ইমারজেন্সি ও আন্ত:বিভাগে রোগীদের সেবাদান করেছেন। কয়েকদিন আগে তার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত স্যাম্পল কালেকশন করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

 

তার ফলাফল পজেটিভ হওয়ায় কর্মরত ১০ চিকিৎসকসহ ২৫ জনকে হোমকোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের বাকি সব ডাক্তারদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে তিনি জানান।