ঝালকাঠির রাজাপুরে চায়ের দোকানে টমটম ঢুকে পরায় হারুন মোল্ল্যা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা আরো তিনজন গুরুতর আহত হন। নিহত হারুন মোল্ল্যা একই ইউনিয়নের চল্লিশকাহনিয়া গ্রামের মো. নূরউদ্দিন মোল্ল্যার ছেলে।
স্থানীয়রা জানায়, উত্তমপুর সেতু থেকে গাছ বোঝাই একটি টমটম পূর্ব দিকের ঢালে নামার সময় উপজেলা চেয়াম্যানের গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মজিদের চায়ের দোকানে ঢুকে পরে। এ সময় দোকানে নিহত হারুন মোল্ল্যা, দোকানদার আব্দুল মজিদ (৬৫), পালট গ্রামের মো. হাবিবুর রহমান (৫০) ও চল্লিশকাহনিয়া গ্রামের ইউসুব মোল্ল্যাসহ মোট চারজন ছিলেন। এতে দোকানে থাকা সবাই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় দোকানদার মজিদ ও হাবিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবার টমটম চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com