ঝালকাঠিতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

:
: ৩ years ago

করোনা মহামারির কারণে চলমান লকডাউনে শ্রমিক না পেয়ে মাঠের পাকা ধান কাটা নিয়ে চিন্তিত ছিলেন কৃষক হানিফ মিয়া। এমন সময় তার পাকা ধান কাটায় এগিয়ে আসে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর উপজেলা বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের কৃষক হানিফ মল্লিকের ১৫ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সদস্যরা।

ধান কাটায় অংশ নেন জেলা ছাত্রলীগের কর্মী মাহাবুবুর রহমান, শান্তা ইসলাম, সুরাইয়া সিদ্দিকা, আলিম, অভিসহ অন্যরা।

 

কৃষক হানিফ মল্লিক বলেন, ‘গত দুদিন আগে আমার জমির ধান পেকেছে। কিন্তু কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে দেয়ায় আমার অনেক উপকার হয়েছে।’

ঝালকাঠি জেলা ছাত্রলীগের কর্মী শান্তা ইসলাম বলেন, ‘মানবিক কাজে সব সময় ছাত্রলীগ পাশে আছে। কৃষকরা ধান কাটা নিয়ে সমস্যায় ছিল, আমরা তাদের সহযোগিতা করছি।’