‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় র্যালিটি থানা চত্বর থেকে বের করা হয়। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা কমিটির সভাপতি খোন্দকার মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো, পলাশ তালুকদার, জামাল উদ্দিন খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ এবং জনগণ একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এতে পুলিশিং অনেক সহজ হয়েছে। সমাজে অপরাধ প্রবণতাও কমে আসছে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com