আনন্দ, উল্লাস ও উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন করছে ঝালকাঠিবাসী। শনিবার সকালে শিশুপার্ক মুক্তমঞ্চে স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক সংসদের প্রভাতী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. হামিদুল হক র্যালিতে নেতৃত্ব দেন।
এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। ব্যানার ফেস্টুন আর বাঙালি সংস্কৃতির নানা অনুসঙ্গে ছেয়ে যায় মঙ্গল শোভাযাত্রার মিছিল। এ উপলক্ষে শিশুপার্ক চত্ত্বরে তিন দিনব্যাপী আবহমান বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বসেছে।
এছাড়া জেলা প্রশাসন, সিটিক্লাব, প্রতীক নাট্যগোষ্ঠী, লোকনাথ শিল্পী গোষ্ঠী, নজরুল একাডেমীসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলাতেও বর্ষবরণ উদযাপন করা হয়। এদিকে, ব্যবসায়ীরা ১লা বৈশাখ উপলক্ষে হালখাতার আয়োজন করেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com