ঝালকাঠিতে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের অনুরোধ করায় প্রান হারালো বৃদ্ধ!

লেখক:
প্রকাশ: ৫ years ago

পিকনিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের অনুরোধ করায় মারধরে ঝালকাঠির নলছিটিতে আব্দুল জলিল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মগড় ইউনিয়নের মেরহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, একই বাড়ির উজ্জত আলী হাওলাদারের ছেলেমেয়েরা উঠানে পারিবারিক পিকনিকের আয়োজন করে। রাতে উচ্চ শব্দে গান চালানোয় তা কমাতে অনুরোধ করেন অসুস্থ আব্দুল জলিল হাওলাদার। এ নিয়ে কথা কাটাকাটিও হয়। একপর্যায় ওই বাড়ির বাপ্পী, সবুজ, মিলন, আলমগীর ও আশিক বৃদ্ধকে ধাক্কা মারে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে সাথে সাথে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। রাতেই বৃদ্ধের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

এদিকে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন এবং ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।

এসময় ওসি সাখাওয়াত হোসেন বলেন, ওই বৃদ্ধ অনেকদিন যাবৎ অসুস্থ ছিল। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”