মিরপুরের ধারাবাহিকতা চট্টগ্রামেও চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। অধিনায়ক মুশফিকুর রহিম সিরিজ জয়ে আত্মবিশ্বাসী। অন্যদিকে চাপে থাকার কথা স্বীকার করেছেন স্টিভেন স্মিথ। সমতায় শেষ করতে চান অজি অধিনায়ক। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা শুরু কাল সকাল দশটায়।
প্রথম টেস্টে হোম কন্ডিশনের সুবিধা শতভাগ কাজে লাগিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের উইকেট থেকে কতোটা সুবিধা মিলবে, তা প্রায় ২০ মিনিট পরখ করে বোঝার চেষ্টা করলেন টাইগার অধিনায়ক ও কোচ। কথা বলেছেন কিউরেটর-মাঠকর্মীদের সাথে। মিরপুরের মত্ই উইকেট যে চাইবে ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না।
স্পিনারেরা দারুণ করেছে, দুশ্চিন্তা টপ অর্ডার নিয়ে। চট্টগ্রাম টেস্টে তাই এক পেইসার কম খেলিয়ে ব্যাটিং লাইন আপটা লম্বা করতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মুস্তাফিজের বদলে দলে ঢুকতে পারেন মুমিনুল।
সিরিজ জিততে হল প্রয়োজন সম্মিলিত পারফরমেন্স। দলের উপর শতভাগ আস্থা আছে মুশফিকের। তবে ঐতিহাসিক ম্যাচে সাকিব-তামিমেই ভরসা খুঁজছেন টাইগার অধিনায়ক।
প্রথম টেস্টে নেইথান লায়ন ভালোই ভুগিয়েছে। স্টিভ ও কিফকে দলে ভিড়িয়ে টাইগার ব্যাটসম্যানদের কাজটা আরও কঠিন করে রাখতে চাইছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানান, আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় চাপ থাকে আমরা সিরিজে পিছিয়ে আছি। এই টেস্টটা অবশ্যই জিততে হবে। এজন্য আমাদের অনেক উন্নতি করতে হবে। গত টেস্ট জয়ে বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী।
ইতিমধ্যে উইকেট দেখেছি, মনে হয়নি ঢাকার মত প্রথম দিন থেকেই বল ঘুরবে। ও’কিফ যোগ দেওয়ায় আমাদের স্পিন অপশন বেড়েছে। উইকেট দেখে একাদশ করা হবে।
তিন বছরের মধ্যে প্রথমবারের মতো ম্যাচের আগের দিন একাদশ ঘোষনা করেনি অস্ট্রেলিয়া। এতেই বুঝা যায় এই ম্যাচে কতোটা চাপে রয়েছে স্মিথের দল।