জোভান-পায়েল-মনোজের ত্রিভুজ প্রেম!

লেখক:
প্রকাশ: ২ years ago

টেলিভিশন অভিনয়শিল্পী জোভান আহমেদ, কেয়া পায়েল ও মনোজ প্রামাণিক। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা।

এবার একসঙ্গে একটি একক নাটকে অভিনয় করলেন। ‘নিজের খেয়াল রেখো’ শিরোনামের নাটকটির কাহিনি এগিয়েছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

এ নাটকের গল্পটি প্রেমের। তিনজন ভালো মনের মানুষের প্রেমের গল্পও বলা যায়। ঘটনাচক্রে তিনটি হৃদয় একসঙ্গে জড়িয়ে যায়।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এই গল্পে কেউ হয়তো জয়ী হয়। কিন্তু কেউ হেরে গিয়েও সবচাইতে বড় বিজয় পায়। কারণ প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে- নিজের খেয়াল রেখো…। মূলত আমার এবারের নির্মাণের মূল বার্তা এটাই। যদিও গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান বা অনুভব করা যাবে না।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদুল আজহা উপলক্ষে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।