জোভানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রুহী

লেখক:
প্রকাশ: ৭ years ago

ভীষণ মিষ্টি একটা মেয়ে আলভিরা। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। একটা সময় ক্রেডিট পরিবর্তন করে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে অয়ন নামের একটি ছেলেকে তার বেশ ভালো লেগে যায়।

ওকে দেখলে শুধু তাকিয়েই থাকে, একটা সময় ভালোবেসে ফেলে। কিন্তু সেখানে বাঁধা হয়ে দাঁড়ায় রিতা নামের একটি মেয়ে যে কিনা অয়নের গার্লফ্রেন্ড হয়েও বিদেশ যাবার লোভে অন্য ছেলের পিছনে ছুটে।

এমনই এক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রেমের গল্পে নির্মিত একটি নাটকে আলভিরা ও অয়ন চরিত্রে কাজ করে নুসরাত জান্নাত রুহী ও ফারহান আহমেদ জোভান।

নাটকের নাম ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হারুন রুশো।

গল্প প্রসঙ্গে জোভান বলেন, এটি রোমান্টিক প্রেমের গল্প। আমি সারাক্ষণ পড়াশোনায় ডুবে থাকি। এর মধ্যে কারো সঙ্গে প্রেম আবার ধোঁকা। আশা করি বেশ ভালো লাগবে সবার।

রুহী বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রেমের গল্পগুলো বেশ চমৎকার হয়। এই গল্পগুলোতে কাজ করতে ভালো লেগেছে। সুন্দর একটা গল্পে কাজ করেছি। বাকীটা দর্শক দেখার পর বলবেন।

একটি ত্রিধারা প্রযোজিত ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।